মুচলেকায় মুক্তি পেলেন সেই বিএনপি নেতা জাফর

অনলাইন ডেস্ক: মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর আলীকে (৫০) আটক করেছিলেন সেনাবাহীনির গাংনী ক্যাম্পের সদস্যরা। পরে জাফর আলীর বড় ভাই বজলুল হকের জিম্মায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় জাফরকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল।

তিনি জানিয়েছেন, সেনাবাহিনীর সিদ্ধান্ত অনুযায়ী জাফর আলীর বড় ভাই বজলুল হকের জিম্মায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার ভোরে এলাঙ্গি গ্রামের বাসিন্দা জাফর আলীর বাড়ির ভেতরে ও বাইরে সম্পূর্ণ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৩টি ককটেলসহ তাৎক্ষণিকভাবে উক্ত ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে গাংনী সেনা ক্যাম্পের সদস্যরা। পরে পিস্তলের প্রকৃত মালিকানা যাচাইয়ের জন্য জিজ্ঞাসাবাদ শেষে গাংনী থানায় হস্তান্তর করা হয় তাকে।

Related Articles

Back to top button