চীনে রাজনৈতিক সফর সফল, তারেক রহমানকে সিসিপি’র আমন্ত্রণ: ফখরুল

অনলাইন ডেস্ক: চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে বিএনপির রাজনৈতিক সফর সফল হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৭ জুন) রাতে ৫ দিনের চীন সফর শেষে দেশে ফিরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, চীনে বিএনপির রাজনৈতিক সফর সফল হয়েছে। শিগগিরই চীনা কমিউনিস্ট পার্টি ও বিএনপির মধ্যে পলিটিকাল ডায়লগের জন্য একটি সমঝোতা স্মারক হবে।

মির্জা ফখরুল বলেন, শি জিং পিংয়ের নেতৃত্বে চীন অনন্য উচ্চতায় পৌঁছে গেছে, যা বিশ্বের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীনা কমিউনিস্ট পার্টি তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেছেন এবং তাকে আমন্ত্রণ জানিয়েছেন। বিএনপির আমন্ত্রণও গ্রহণ করেছে কমিউনিস্ট পার্টি অব চায়না (সিসিপি)।

Related Articles

Back to top button