খিলক্ষেতের অপসারিত পূজা মণ্ডপ ছিল অননুমোদিত: রেলপথ মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক: রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ রেলওয়ের জমিতে নির্মিত একটি অস্থায়ী পূজা মণ্ডপ অপসারণ করা হয়েছে। অপসারিত মণ্ডপটি ছিল সম্পূর্ণ অননুমোদিত এবং দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলের জমি দখল করে রাখা হয়েছিল বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
গতকাল শুক্রবার (২৭ জুন) রাতে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৬ জুন) রেলের উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে শুরুতে প্রায় ১৫০টি দোকান, রাজনৈতিক দলের কার্যালয়, কাঁচাবাজারসহ বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণের পর অস্থায়ী মন্দিরটি সরানো হয়। মন্দিরে থাকা প্রতিমা যথাযোগ্য ধর্মীয় মর্যাদার সঙ্গে বালু নদীতে বিসর্জন দেওয়া হয়েছে।
আরও বলা হয়, পূজার আয়োজকরা গত বছর (২০২৪) দুর্গাপূজার সময় রেলের জমিতে অনুমতি ছাড়াই অস্থায়ী পূজা মণ্ডপ নির্মাণ করেন। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে পূজা শেষে মণ্ডপ সরিয়ে নেওয়ার শর্তে সাময়িকভাবে পূজা চালানোর অনুমতি দেওয়া হয়।
কিন্তু পূজার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরও আয়োজকরা প্রতিশ্রুতি ভঙ্গ করে মণ্ডপটি সরিয়ে নেননি। বরং সেখানে স্থায়ী মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। একাধিকবার নিষেধ করা সত্ত্বেও তারা দখলদারি অব্যাহত রাখে। ফলে জনস্বার্থে এবং সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে মণ্ডপটি উচ্ছেদ করা হয় বলেও জানানো হয়।
রেলপথ মন্ত্রণালয় থেকে অনুরোধ জানিয়ে বলা হয়েছে, এ বিষয়ে কোনো বিভ্রান্তি বা উসকানিমূলক প্রচারণা থেকে সবাইকে বিরত থাকতে অনুরোধ জানানো হচ্ছে।