বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, সিরিজের সূচি প্রকাশ

অনলাইন ডেস্ক: চলতি মাসেই পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। এবার ফিরতি সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসছে পাকিস্তান দল।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গতকাল বুধবার (২৫ জুন) সিরিজটির চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সূচি অনুযায়ী, আগামী ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। এরপর ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ। প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।

বিসিবি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যৌথভাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় এই সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সফর শেষে পাকিস্তান দল পরবর্তী সিরিজে অংশ নিতে সরাসরি রওনা দেবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এ দ্বিপাক্ষিক সিরিজ ঘিরে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা। ঘরের মাঠে শক্তিশালী পাকিস্তানকে মোকাবেলা করতে প্রস্তুত হচ্ছে টাইগাররা।

Related Articles

Back to top button