তাহিরপুরে ইউপি চেয়ারম্যান ইউনুস আলী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইউনুস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইউনুস আলী উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের সাদেরখলা গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা।

গতকাল মঙ্গলবার (২৪ জুন) বিকেলে ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাউকান্দি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইউনুস আলীর ছোট ভাই জিল্লুর রহমান জানান, তার ভাই নিজ বাড়ি থেকে সিলেট যাওয়ার পথে কাউকান্দি বাজার থেকে তাকে গ্রেপ্তার পুলিশ।

পুলিশ জানায়, ৪ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গত ১৯ জুলাই সিলেট নগরীর দরগা গেইট এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে ২৬ আগস্ট সিলেটের অতিরিক্ত চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কাজিটুলা এলাকার মাহবুব হোসাইন নামে এক ব্যক্তি ৮৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এতে ইউনুস আলীকে আসামি করা হয়েছে।

তবে অভিযুক্ত ইউনুছ আলী মামলা প্রসঙ্গে নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, আমি ২০২২ সালে আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করি। আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলেয়োর হোসেন বলেন, সুনির্দিষ্ট মামলার প্রেক্ষিতে ইউনুস আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

Related Articles

Back to top button