হাতিয়ায় মেঘনা নদীতে স্পিডবোটডুবি, সাঁতরে কূলে উঠলেন ২৭ যাত্রী  

অনলাইন ডেস্ক: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী স্পিডবোট ডুবে গেছে। তবে এতে কেউ হতাহত হননি। স্পিডবোটে থাকা ২৭ যাত্রী সবাই স্থানীয়দের সহায়তায় সাঁতরে কূলে ওঠেন।

সোমবার (২৩ জুন) বিকেলে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় চালকসহ ২৮ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়ার নলচিরা ঘাটের নৌ পুলিশ কর্মকর্তা আশীষ চন্দ্র সাহা।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিকেলে স্পিডবোটটি বয়ারচর চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়ার সুখচর ইউনিয়নের বউবাজার এলাকায় উদ্দেশ্যে ছেড়ে আসে। ঘাটের কাছেই মেঘনা নদীতে হঠাৎ ডুবতে শুরু করে বোটটি। ঘাটের কাছাকাছি দুর্ঘটনা হওয়ার কারণে দুর্ঘটনা কবলিত যাত্রীদের তাৎক্ষণিক উদ্ধারে এগিয়ে আসে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।

দুর্ঘটনা কবলিত স্পিডবোটের যাত্রী ও স্থানীয় পল্লী চিকিৎসক ফয়সাল উদ্দিন বলেন, ২৭ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে আসে। এটি হাতিয়ার সুখচর ইউনিয়নের বৌ বাজার এলাকায় ঘাটের কাছে পৌঁছালে বোটের তলা ফেটে পানি ঢুকে যায়। পরে যাত্রীরা স্থানীয়দের সহযোগিতায় সাঁতরে তীরে উঠে আসেন।

তিনি অভিযোগ করে বলেন, বোটে অতিরিক্ত যাত্রী বহনের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। যাত্রী উঠানোর সময় একাধিকবার বোট চালককে অতিরিক্ত যাত্রী বহনে নিষেধ করা হলেও চালক কারো কথা শুনেনি।

বাল্কহেডের ধাক্কায় নদীতে ভেঙ্গে পড়লো নির্মাণাধীন ফুট বেইলি ব্রিজবাল্কহেডের ধাক্কায় নদীতে ভেঙ্গে পড়লো নির্মাণাধীন ফুট বেইলি ব্রিজ
এ বিষয়ে নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, স্পিডবোটটি নদীর তীরে এসে দুর্ঘটনার কবলে পড়ে। যাত্রী ও চালককে জীবিত উদ্ধার করা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Related Articles

Back to top button