সৌম্যকে কড়া বার্তা প্রধান নির্বাচকের

অনলাইন ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে দলে ফিরেছেন ওপেনার নাইম শেখ। অন্যদিকে চোটের কারণে বাদ পড়েছেন সৌম্য সরকার।
২০২৩ সালের এশিয়া কাপের পর দল থেকে বাদ পড়েন নাইম। এরপর ঘরোয়া ক্রিকেটে রানবন্যা বইয়ে দিয়ে প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার।
নাইমের দলে ফেরা প্রসঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘সাধারণত দলে তিনজন ওপেনার থাকে। সেই আলোকে আমাদের যখন চিন্তা করতে হয়েছে, তখন এই মুহূর্তে সবচেয়ে ভালো খেলোয়াড় হিসেবে নাইম শেখকেই আমরা বেছে নিয়েছি।’
বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
এ দিকে সৌম্য সরকারকেও কড়া বার্তা দিয়েছেন প্রধান নির্বাচক। চোট এবং সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাকে না রাখার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। লিপু বলেন, ‘সৌম্য সরকার একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ১০ বছরের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। সাম্প্রতিক পারফরম্যান্সের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি যেন নিজেকে প্রস্তুত রাখেন—এটাই প্রত্যাশা। আমরা চাই বড় পরিসরে তিনি দলের সার্বিক সাফল্যে ভূমিকা রাখুন। তাকে আমরা ভুলে যাইনি। তবে তাকে আরও এক ধাপ এগিয়ে আসতে হবে যোগ্যতার ভিত্তিতে।’