মোংলায় দুর্বৃত্তদের গুলিতে বন্দর কর্মচারী গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক: মোংলায় বন্দর এলাকায় দুর্বৃত্তের গুলিতে এস. এম. আসিফ নাঈম নামের এক বন্দর কর্মচারী আহত হয়েছেন। তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের ওয়‍্যারলেস অপারেটর ও মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ (সিবিএ)’র এডহক কমিটির সদস্য।

সোমবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোংলা বন্দর বিপণী মার্কেটে এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আসিফ নাইম জানান, বন্দর এলাকার সিবিএ ভবন থেকে চা খাওয়ার উদ্দেশ্যে বন্দর বিপণী বিতান এর সামনে পৌঁছালে ২ জন অজ্ঞাত ব্যক্তি গতিরোধ করে বাম পায়ের রানে গুলি করে। এরপর মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার বাম পায়ের উরু থেকে গুলি বের করে নেন। সবশেষ তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

কক্সবাজারে ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ দুই ভাই, একজনের মৃত্যুকক্সবাজারে ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ দুই ভাই, একজনের মৃত্যু
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মূল রহস্য উদঘাটনের জন্য পুলিশি তদন্ত চলছে।

Related Articles

Back to top button