চুয়াডাঙ্গা সীমান্তে দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ একজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবি অভিযান চালিয়ে ১ কোটি ৬৩ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ৮টি স্বর্ণের বার ও ১ টি স্বর্ণের টুকরা উদ্ধার করেছে। এ সময় মো. মমিন নামে এক স্বর্ণ ক্যারিয়ারকে আটক করা হয়েছে।

উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো সোমবার (২৩ জুন) চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। আটককৃত মমিনকে জীবননগর থানায় মামলাসহ সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

আটক হওয়া মমিন উপজেলার গয়েশপুর গ্রামের তেতুল মণ্ডলের ছেলে। রোববার (২২ জুন) দিবাগত রাতে বিজিবি এ অভিযান পরিচালনা করে।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গয়েশপুর বিওপির হাবিলদার শিশিরের নেতৃত্বে অভিযান চালানো হয়। রোববার (২২ জুন) রাত ৮টার সময় সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয় বিজিবি। এসময় বিজিবি সদস্যরা বাইসাইকেলসহ সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালায়। তার কাছ থেকে ১ কেজি ১৬৬ দশমিক ২০ গ্রাম ওজনের এক কোটি ৬৩ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

Related Articles

Back to top button