সাভারে স্বর্ণের কারিগরকে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে  রাখার অভিযোগ

অনলাইন ডেস্ক: সাভারের ভাকুর্তা এলাকায় আব্দুল মালেক (৩৫) নামের এক স্বর্ণের গহনা তৈরির কারিগরকে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। তবে আটক ব্যক্তির বিস্তারিত পরিচয় জানা যায়নি।

গতকাল শনিবার (২১ জুন) বিকাল তিনটার দিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের ভাকুর্তা স্কুলসংলগ্ন একটি টায়ার কারখানার পাশে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক ভাকুর্তা ইউনিয়নের কান্দি ভাকুর্তা এলাকার জজ মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি মার্কেটের দোকানে গহনা তৈরির কাজ করতেন বলে জানা গেছে।

ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলায়েত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিকালে ওই এলাকায় আব্দুল মালেক নামের এক গহনা তৈরির কারিগরের মরদেহ গাছে ঝুলে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Related Articles

Back to top button