জেলে ছদ্মবেশে মাদক পাচার, দুই মিয়ানমার নাগরিক আটক

অনলাইন ডেস্ক: নাফ নদীতে জেলে ছদ্মবেশে কক্সবাজারের টেকনাফে মাদক পাচারের সময় মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বিজিবি। এ সময় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার।

আটকরা হলেন- মিয়ানমার মংডুর ডেইল পাড়ার মো. ইলিয়াসের ছেলে মো. জুবায়ের (২০) ও একই গ্রামের মৃত ইসলামের ছেলে নুরুল আমিন (২২)।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

তিনি জানান, গোয়েন্দা সূত্রে জানা যায়, বুধবার (১৮ জুন) নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মিয়ানমার থেকে কিছু ব্যক্তি মাছ ধরার ছদ্মবেশে নাফ নদী দিয়ে বাংলাদেশের জেলের বেশে অবস্থানরত দোসরদের কাছে বিপুল পরিমাণ মাদক হস্তান্তরের চেষ্টা করবে।

পরিস্থিতির বিবেচনায় নদী ও তীরবর্তী বেশকিছু কৌশলগত স্থানে দ্রুত বিশেষ টহল মোতায়েন করা হয়।এরপর, আনুমানিক ১১ টার দিকে নদীতে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি’র নৌ টহল দলগুলো তড়িৎ গতিতে তাদের পিছু ধাওয়া করে।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত পালানোর চেষ্টা করলেও বাংলাদেশের জলসীমার আনুমানিক ১০০ গজ ভেতরে বিজিবির আভিযানিক দল পলায়নরত নৌকাটি মিয়ানমারের দুইজন নাগরিকসহ আটক করে।

পরবর্তীতে, বিজিবি তল্লাশি করে নৌকার পাটাতনের নিচে জালের ভেতর লুকানো বিশেষভাবে মোড়কজাত ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।অভিযানে আটকরা মিয়ানমারের নাগরিক।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা ইয়াবার চালানটি মিয়ানমার থেকে এনে নদীতে মাছ ধরার অজুহাতে অপেক্ষমাণ বাংলাদেশি সহযোগীদের কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছিল। ঘটনার সাথে জড়িত বাংলাদেশিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।

Related Articles

Back to top button