এখন আমাকে যেকোনো চরিত্রের জন্য প্রস্তাব দিতে পারেন

অনলাইন ডেস্ক: দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা। শুধু তা–ই নয়, অনেক দিন পর তাঁকে বড় ব্যানারের কোনো ছবিতে দেখা যাবে। আমির খান প্রযোজিত ও অভিনীত ছবি ‘সিতারে জমিন পার’-এর মূল নায়িকা হিসেবে আসতে চলেছেন জেনেলিয়া। ছবিতে তাঁকে আমির খানের স্ত্রীর চরিত্রে দেখা যাবে। তাঁর অভিনীত চরিত্রটির নাম ‘সুনীতা’। আমিরের ছবিতে সুযোগ পেয়ে দারুণ উৎফুল্ল তিনি।
এক সাক্ষাৎকারে জেনেলিয়া নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘“সিতারে জমিন পার” ছবিতে কাজ করছি শুনে অনেকেই বলেছিলেন যে আমি খুবই ভাগ্যবতী। কারণ, আমিরের ছবিতে কাজ করছি। আমিও নিজেকে ভাগ্যবতী মনে করি। আমির স্যার আমাকে নিজের ছবিতে নিয়েছেন, এ তাঁর মহানুভবতা। সুনীতা চরিত্রের জন্য বেশ কয়েকবার আমার অডিশন নিয়েছিলেন তিনি। আর এতে আমার কোনো সমস্যা ছিল না। আপনিও তা করতে পারেন। এখন আমাকে যেকোনো চরিত্রের জন্য প্রস্তাব দিতে পারেন।’
ছবিতে জেনেলিয়ার চরিত্রটি ঘিরে অনেকে বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন। এ প্রসঙ্গে অভিনেত্রী স্পষ্টভাবে বলেছেন, ‘আপনারাও আমাকে এ ধরনের চরিত্রের জন্য ভাবতে পারেন। কিন্তু আপনারা তথাকথিত চিন্তাভাবনা অনুযায়ী চলেন। আমি বিবাহিত, তাই আপনারা হয়তো মনে করছেন যে আমার এ ধরনের চরিত্রে অভিনয় করার প্রয়োজন নেই। আমি মনে করি, ছবি নির্মাণপদ্ধতি এখন বদলে গেছে, তাই আমাদের মানসিকতায়ও এবার বদল আনা প্রয়োজন।’
একই সাক্ষাৎকারে জেনেলিয়া আরও বলেছেন, ‘একটা ছবির ক্ষেত্রে কোনো বিশেষ বয়সের চরিত্রের জন্য ওই বয়সী কোনো শিল্পীকে নির্বাচন করা প্রয়োজন। অনেক সময় একজন অভিনয়শিল্পী তাঁর চরিত্রের চেয়ে অনেক কম বয়সী হন। আমিও এ রকম চরিত্রে অভিনয় করেছি। কিন্তু তখন ওই চরিত্রের ছোট ছোট বিষয়গুলো বোঝা মুশকিল হয়ে যায়। একটা ছবিতে সঠিক শিল্পী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমার বিশ্বাস, সবাই নিশ্চয় সুযোগ পাবেন।’
আর এস প্রসন্না পরিচালিত ‘সিতারে জমিন পার’ ২০ জুন বড় পর্দায় মুক্তি পাবে।