মোটরসাইকেলে এসে ফিল্মি স্টাইলে হামলা, গুলিবিদ্ধ ২

অনলাইন ডেস্ক: খুলনায় দুর্বৃত্তের হামলায় দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ গুলির ঘটনা ঘটে।

আহতরা হলেন- মনির হাওলাদার ও হানিফ হাওলাদার।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে এসে বেশ কয়েকজন দুর্বৃত্ত নিরালা ১৯ নম্বর রোডের মনির ও হানিফের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের লক্ষ্য গুলি ছুড়তে থাকে দুর্বৃত্তরা। তাদের ছোড়া গুলিতে হানিফের এবং মনিরের বিদ্ধ হন। গুলির শব্দ পেয়ে স্থানীয় লোকজন বের হলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পলিয়ে যায়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মাদকের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে ওই দুইজন আহত হয়েছে। আহত মনিরের বিরুদ্ধে দুটি মাদকের মামলা রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Related Articles

Back to top button