ভুটানকে উড়িয়ে সাফের সেমিফাইনালে যুবারা

অনলাইন ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ড্র করার পর আজ ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
গ্রুপ পর্বের দুই ম্যাচে এক ড্র আর এক জয়ে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে গোলাম রব্বানীর দল। ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে ১টি করে গোল করেছেন মোরশেদ আলী, সুমন সরেন ও নাজমুল হুদা।
প্রথমার্ধে বাংলাদেশ বেশ গোছানো ফুটবল খেলে। তাতে গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ১৩ মিনিটে একক প্রচেষ্টায় ভুটানের রক্ষণ ভাঙেন মোরশেদ আলী। তাঁর বাঁ পায়ের শট খুঁজে নেয় প্রতিপক্ষের জাল।
১৬ মিনিটে আরেকটি আক্রমণ শানায় বাংলাদেশ। ডি-বক্স ভেঙে প্রবেশের পথে কর্নারের বিনিময়ে মোরশেদকে আটকান প্রতিপক্ষ এক খেলোয়াড়।
২৭ মিনিটে আবারও মোরশেদ, এবার ডান পাশ দিয়ে ড্রিবলিং করে বলটা গোলমুখের বাঁ প্রান্তে থাকা সুমন সরেনকে দেন মোরশেদ। সুমনও সুযোগটা হাতছাড়া করেননি। নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড।
বিরতিতে যাওয়ার আগেও দুটি আশা জাগানিয়া সুযোগ তৈরি করে বাংলাদেশ। কিন্তু ভুটানের জমাট রক্ষণের কারণে প্রথমার্ধে তৃতীয় গোলের দেখাটা আর পায়নি যুবারা।
দ্বিতীয়ার্ধে কিছুটা সতর্ক হয়েই খেলে বাংলাদেশ। ভুটান অবশ্য আক্রমণের গতি বাড়িয়ে দেয়। ৭৫ মিনিটে বাংলাদেশের গোলকিপার ইসমাইল হোসেনের প্রচেষ্টায় গোল হজম থেকে রক্ষা পায় বাংলাদেশ। রক্ষণ ভেঙে ইসমাইলকে একা পেয়ে সোজাসুজি শট নেন ভুটানের এক ফুটবলার। কিন্তু সেই শট রুখে দেন বাংলাদেশের গোলকিপার।
৮০ থেকে ৮৫, এই ৫ মিনিটে আরও দুবার আক্রমণ শানায় ভুটান, সেগুলোও সফলতার মুখ দেখেনি। শেষ পর্যন্ত যোগ করা মিনিটে মোরশেদের চমৎকার ক্রস থেকে বাংলাদেশকে তৃতীয় গোল উপহার দেন অধিনায়ক নাজমুল।
ভুটানের সঙ্গে ৩ গোলে জেতায় ‘এ’ গ্রুপের সেরা হওয়ার সম্ভাবনা বেড়েছে বাংলাদেশের। মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপ খেলবে ভুটানের বিপক্ষে।