তবে কি ভেঙেই গেল নায়িকা ববি ও প্রযোজক সাকিবের প্রেম!

অনলাইন ডেস্ক: চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও প্রযোজক-পরিচালক সাকিব সনেটের প্রেম এক সময় ছিল টক অফ দ্য টাউন। ‘নোলক’ সিনেমার প্রিপ্রোডাকশনের সময় (২০১৮) এই প্রেমের সূত্রপাত। পরে দুজনেই তাদের সম্পর্কের বিষয়টি স্বীকার করেন এবং একসঙ্গে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও দেখা যায় তাদের। তবে গত এক বছরে তাদের আর একসঙ্গে দেখা যায়নি। ঘনিষ্ঠ মহলেও সম্পর্ক নিয়ে চলছে নানা গুঞ্জন।

এক সময় সাকিব সনেট ববির জন্মদিনে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তাও লিখেছিলেন, যা দেখে অনেকে তাদের বিয়ের অনুমান করেছিলেন। যদিও ববি সে সময় বলেছিলেন, “বিয়েটা এখনো হয়নি, তবে প্রেমের সম্পর্কে আছি।”

ববি হক
তবে সময়ের সঙ্গে পাল্টেছে পরিস্থিতি। বিয়ের পরিকল্পনার কথা প্রকাশ্যে এলেও বাস্তবে তা আর বাস্তবায়িত হয়নি। বর্তমানে ববি ‘তছনছ’ নামের একটি ছবির শুটিংয়ে ব্যস্ত, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন মুন্না খান। অন্যদিকে, সাকিব সনেট ইভেন্ট আয়োজন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

এদিকে সূত্র বলছে, সাকিবের পরিবার নাকি ইতিমধ্যেই তার বিয়ের প্রস্তুতি নিচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—তাহলে কি ববি-সনেটের দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানার পালা এসেছে?

Related Articles

Back to top button