নেইমারকে পেছনে ফেলে বিশ্বরেকর্ড নিজের করে নিলেন মেসি

অনলাইন ডেস্ক: আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আরও একবার নতুন এক ইতিহাস গড়লেন মহাতারকা ফুটবলার লিওনেল মেসি। বুধবার (১৫ অক্টোবর) সকালে পুয়ের্তো রিকোর বিপক্ষে এক প্রীতি ম্যাচে ৫৯তম অ্যাসিস্টটি করে তিনি আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক অ্যাসিস্টের মালিক বনে গেছেন।

এই অর্জনের মধ্য দিয়ে মেসি পেছনে ফেলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ল্যান্ডন ডোনোভান এবং ব্রাজিলের নেইমারকে, যাদের দুজনেরই অ্যাসিস্ট সংখ্যা ছিল ৫৮। এখন সর্বোচ্চ ৫৯ অ্যাসিস্ট নিয়ে আন্তর্জাতিক ফুটবলে এককভাবে শীর্ষে আছেন মেসি।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে (ইন্টার মায়ামির ঘরের মাঠ) অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে মেসি নতুন ইতিহাস গড়েন। তিনি প্রথমার্ধে অসাধারণ এক পাসে গনজালো মন্তিয়েলকে গোল করতে সহায়তা করেন, যা তার ৫৯তম অ্যাসিস্ট। মেসি অবশ্য এখানেই থামেননি; কিছুক্ষণ পরেই লাওতারো মার্তিনেজকে দিয়ে দ্বিতীয়ার্ধে করিয়েছেন আরও এক গোল, তাতে তার অ্যাসিস্টের সংখ্যা দাঁড়ায় ৬০-এ। এই রেকর্ড আরও একবার প্রমাণ করল যে, গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও তিনি সমান দক্ষ।

messi2
বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন তারকা ২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখেই এখনো নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষভাগটা আরও সাফল্যে ভরিয়ে তুলতে চান।

পরিসংখ্যান বলছে, মেসি এখন পর্যন্ত ক্যারিয়ারে ১ হাজার ১২৯ ম্যাচে ৩৯৭টি অ্যাসিস্ট করেছেন। ফুটবলপ্রেমীরা এখন অপেক্ষায় আছেন, অবসরের আগে তিনি এই অ্যাসিস্টের সংখ্যা কোথায় নিয়ে গিয়ে থামান।

Related Articles

Back to top button