আবু সাঈদ জুলাই গণঅভ্যুত্থানের বীরশ্রেষ্ঠ- আসিফ নজরুল

অনলাইন ডেস্ক: আবু সাঈদ জুলাই গণঅভ্যুত্থানের বীরশ্রেষ্ঠ বলে মন্তব্য করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার (১৩ জুলাই) রাতে তিনি তার ফেসবুক পোস্টে এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, এই ফরেনসিক বিশ্লেষনে দুটো বিষয় স্পস্ট হয়েছে। এক. পুলিশ আবু সাঈদকে টার্গেট করে প্রাণঘাতী অস্ত্র দিয়ে খুন করেছে।

দুই. আবু সাঈদকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে কোনো দেরি করা হয়নি, তাকে এমনভাবে গুলি করা হয়েছিল যে বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। এটা দেখে আমার আরেকটা জিনিস মনে হয়েছে। সেটি হচ্ছে আবু সাঈদ জেনে শুনেই খুন হওয়ার ঝুঁকি নিয়েই প্রতিবাদ করেছে।আবু সাঈদ জুলাই গণঅভ্যুত্থানের বীরশ্রেষ্ঠ!

Related Articles

Back to top button