অভিবাসীদের ‘মূল্যবোধ’ জরিপ করবে সুইডেন

অনলাইন ডেস্ক: সুইডেনের প্রগতিশীল ও উদার সমাজে অভিবাসীদের একীভূতকরণ উন্নত করার লক্ষ্যে ‘মূল্যবোধ’ জরিপ করার পরিকল্পনা করছে দেশটি। সুইডেনের সমন্বয় বিষয়ক মন্ত্রী রবিবার এ কথা জানিয়েছেন।

২০২২ সালে সুইডেনে কট্টর ডানপন্থী ডেমোক্র্যাট সমর্থিত ডানপন্থী সরকার ক্ষমতায় আসে। তার পর থেকেই অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও অভিবাসীদের অন্যান্য বিষয়ে একীভূতকরণ উন্নত করতে জোর দিয়েছে।

এক সপ্তাহ আগে মন্ত্রিসভায় রদবদলে দায়িত্ব পাওয়া সমন্বয় বিষয়ক মন্ত্রী সিমোনা মোহামসন সুইডেনের প্রভাবশালী পত্রিকা ডাগেনস নিউজেটারে এক সাক্ষাৎকারে বলেন, ‘সুইডেনের ধর্মনিরপেক্ষ ও অপুরুষতান্ত্রিক সমাজ ঐতিহ্যবাহী ও রক্ষণশীল দেশ থেকে আসা অভিবাসীদের জন্য বাধা সৃষ্টি করতে পারে। আমরা একটি কট্টর দেশ, ভালো দিক থেকে। আমাদের সমাজে যোগদানকারীদের জন্য মানিয়ে নেওয়া কঠিন হতে পারে।’

ওয়ার্ল্ড ভ্যালুজ সার্ভে পরিচালিত আগের একটি জরিপে দেখা যায়, সুইডেনে আগত কিছু নতুন অভিবাসীর বিবাহবিচ্ছেদ, বিয়ের আগে যৌনতা, গর্ভপাত ও সমকামিতার মতো বিষয়গুলোতে স্থানীয় সুইডিশদের থেকে মতামত ভিন্ন। তবে সুইডেনে ১০ বছর থাকার পর তাদের মূল্যবোধ স্থানীয়দের সঙ্গে অনেকটাই মিলে যায়।

মোহামসন আরো বলেন, ‘১০ বছর অনেক দীর্ঘ সময়। এ সময়ে পুরো একটি প্রজন্মের মেয়েরা তাদের পছন্দের মানুষকে ভালোবাসার স্বাধীনতা পায় না, আর ছেলেরাও নিজেদের যৌন পরিচয় প্রকাশ করার সুযোগ হারায়।’

তিনি জানান, এই শরৎকালে প্রায় তিন হাজার মানুষের মূল্যবোধ সম্পর্কে জরিপ করা হবে।

এর মধ্যে অর্ধেক থাকবে সুইডিশ ও বাকি অর্ধেক অপশ্চিমা। একই সঙ্গে বলেন, ‘জরিপের ফলাফল আমাদের একীভূতকরণ প্রক্রিয়াকে এগিয়ে নিতে সাহায্য করবে।’

মন্ত্রী সিমোনার মতে, এই পরিকল্পনা তাদের মতাদর্শ পরিবর্তন করার জন্য নয়, বরং সুইডেনের নাগরিকদের মূল্যবোধকে সমুন্নত রাখার প্রক্রিয়া। যারা সুইডেনে আসতে চান তাদের সুইডেনের সমাজের সঙ্গে মানিয়ে নেওয়ার দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সুইডেনে বসবাস করা মানবাধিকার নয়।’

স্ক্যান্ডিনেভিয়ান দেশটি ১৯৯০ সাল থেকে বিপুলসংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়েছে, যাদের অনেকেই আফগানিস্তান, ইরান, ইরাক, সোমালিয়া, সিরিয়া ও তৎকালীন যুগোস্লাভিয়ার মতো দেশ থেকে পালিয়ে দেশটিতে আশ্রয় নিয়েছে।

তবে ২০১৫ সালে প্রচুর শরণার্থীর আগমনের পর বাম ও ডানপন্থী—উভয় পক্ষের সরকারই আশ্রয়সংক্রান্ত নীতি ও আইন কঠোর করেছে।
২০২৪ সালে সুইডেনের বাসিন্দাদের প্রায় ২০ শতাংশ অন্য দেশে জন্মগ্রহণ করেছে। ২০০০ সালে এই সংখ্যা প্রায় ১১ শতাংশ ছিল বলে জানিয়েছে স্ট্যাটিকস সুইডেন।

Related Articles

Back to top button