শুভমন দেখালেন ভিন্ন রূপ

অনলাইন ডেস্ক: শুভমন গিলকে খুব একটা রাগতে দেখা যায় না। ক্যামেরায় তাকে নিপাট ভদ্রলোক মনেই হয়। কিন্তু গতকাল ওসবের তোয়াক্কা করলেন না। মেজাজ চড়িয়ে দিলেন। মাঠে একচোট রাগ ঝাড়ার পর মাঠের বাইরেও ফুঁসছিলেন। টিভি আম্পায়ার মাইকেল গুহের সঙ্গেও কথা কাটাকাটি হয়। তবে ঠিক কারণে গুজরাট টাইটান্স অধিনায়কের এমন রূপ?

শুক্রবার আহমেদাবাদে সানরাইজার্স হায়দ্রবাদের বিপক্ষে রান আউটের ফাঁদে পড়েন শুভমন। ম্যাচের ১৩তম ওভারের ঘটনা। জিশান আনসারির একটি বল শর্ট ফাইন লেগের দিকে ঠেলে দ্রুত এক রান নেওয়ার চেষ্টা করেন জশ বাটলার। হার্ষিত প্যাটেল দ্রুত বল কুড়িয়ে স্টাইকারের দিকে সরাসরি বল ছোড়েন। স্ট্যাম্পের সামনে অপেক্ষা করছিলেন হেনরি ক্লাসেন। গ্লাভস দিয়ে উইকেট ভাঙেন।

দেখে মনে হয়েছিল, বল ধরার আগেই গ্লাভস দিয়ে উইকেট ভেঙে দেন। রিভিউ নেওয়া হয়। ক্লাসেনের গ্লাভসে না বল দিয়ে স্ট্যাম্প ভাঙা হয়েছে দেখেন তৃতীয় আম্পায়ার। বিভিন্ন অ্যাঙ্গেলে দেখা হয়। একাধিক রিপ্লে দেখার পর আউট দেন। তাতেই ক্ষিপ্ত হন শুভমন। মাঠে একচোট রাগ ঝাড়েন।

সেই রাগের রেশ চলে ডাগআউটে ফিরেও। টিভি আম্পায়ার মাইকেলের সঙ্গে কথা কাটাকাটি হয়। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনদের একাধিক মন্তব্য এমন—ঠান্ডা মাথার শুভমন হঠাৎ এমন করে কেন চেতল? ৩৮ বলে ৭৬ রান করেছিলেন শুভমন, হয়ত সেঞ্চুরি হাতছাড়া হয়েছে, তাই তিনি ক্ষেপেছিলেন। মাঠে পড়ে সেই রেশ চলছিল বোলিং ইনিংসেও।

তবে হতাশা শেষ পর্যন্ত থাকেনি শুভমনের। তার দল পেয়েছে দাপুটে জয়। ৬ উইকেট হারিয়ে ২২৪ রান তোলা ‍গুজরাট জেতে ৩৮ রানে। হায়দ্রাবাদ নির্ধারিত ওভার শেষে জমা করতে পারেন ১৮৬ রান। বিতর্কিত আউটের বিরক্তও হয়ত এই জয়ে খানিকটা কেটেছে শুভমনের!

Related Articles

Back to top button