ষষ্ঠবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে বিতর্কের মুখে আলিয়া ভাট

অনলাইন ডেস্ক: সম্প্রতি অনুষ্ঠিত ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে ‘জিগরা’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এটি ছিল তার ষষ্ঠতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। আলিয়া এর মধ্য দিয়ে নূতন ও কাজলের পাঁচবারের জয় ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন। টানা তিনবার এই পুরস্কার জিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি।

পূর্বের পাঁচটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ী সিনেমাগুলো হলো ‘উড়তা পাঞ্জাব’, ‘রাজি’, ‘গাল্লি বয়’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ এবং ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।

তবে আলিয়ার এমন একের পর এক জয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র বিতর্ক ও সমালোচনার ঝড়। অনেকে বলছেন, ‘এবারের পুরস্কার বলিউডে স্বজনপ্রীতির ধারণাকে আরও পোক্ত করেছে’। আবার কেউ কেউ মনে করছেন, ‘মনোনীত অন্যান্য অভিনেত্রী—কারিনা কাপুর খান, কৃতি শ্যানন, শ্রদ্ধা কাপুর, ইয়ামি গৌতম ও টাবুর চেয়ে আলিয়া সত্যিই ভালো অভিনয় করেছেন’।

একজন লিখেছেন, ‘টানা এতবার পুরস্কার দেওয়া হচ্ছে, অথচ তার অভিনয় নিয়ে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া। এই বছরও মনে হয়েছিল অন্য কেউ জিতবে কিন্তু আবারও আলিয়া!’

অন্য একজনের কটাক্ষ, ‘অন্য অভিনেত্রীদের মনোনয়ন দেওয়ারই দরকার নেই। বরং ফিল্মফেয়ার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করুক আলিয়া ভাট আজীবন বিজয়ী।’
কেউ কেউ পুরোনো তারকাদের নাম টেনে বলেছেন, ‘আমরা বড় হয়েছি ওয়াহিদা রেহমান, শ্রীদেবী, মাধুরী দীক্ষিতদের অভিনয় দেখে। আলিয়া এখনো সে উচ্চতায় পৌঁছাননি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ লিখেছেন, ‘ফিল্মফেয়ার এখন আলিয়া ফেয়ার!’ তবে এই বিতর্ক নিয়ে আলিয়া ভাট এখনো কোনো মন্তব্য করেননি।

এবারের ফিল্মফেয়ার জয়ী ভাসান বালা পরিচালিত ‘জিগরা’ চলচ্চিত্রে ভাই–বোনের সম্পর্ক ও ভালোবাসার গল্প ফুটে উঠেছে। এতে আলিয়ার ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন বেদাঙ্গ রায়না। সিনেমাটি প্রযোজনা করেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন আর সহ-প্রযোজনায় ছিল আলিয়ার নিজস্ব প্রতিষ্ঠান ইটারনাল সানশাইন প্রোডাকশনস।

সিনেমাটি তে গল্প আবর্তিত হয় দুই ভাই–বোনের একাকী জীবন নিয়ে যারা ছোটবেলায় মা–বাবাকে হারায়। প্রিয় ভাই বিদেশে পুলিশের হাতে গ্রেপ্তার হলে ভাইকে মুক্ত করতে লড়াইয়ে নামেন বোন আলিয়া। সিনেমায় তাকে দেখা গেছে অ্যাকশনধর্মী চরিত্রে—কখনো গুলি ছুড়তে, কখনো স্টান্ট করতে।

যদিও মুক্তির পর ‘জিগরা’ বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। সমালোচকদের কাছ থেকেও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল ছবিটি।

Related Articles

Back to top button