বউভাত অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন কনের বাবা 

অনলাইন ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ে বউভাত অনুষ্ঠানে যাওয়ার সময় অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কনের বাবাসহ দুইজন প্রাণ হারিয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) বিকেল প্রায় পৌনে ৩ টায় গফরগাঁও-হোসেনপুর সড়কের নূর মসজিদ সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের বাসিন্দা মুঞ্জু মিয়া (৪০) ও যশরা গ্রামের আলাউদ্দিন (৬০)। তারা বউভাত অনুষ্ঠান উপলক্ষে মেয়ের বাড়ির পক্ষ থেকে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মুঞ্জু মিয়ার মেয়ে মীম আক্তারের বিয়ে হয় পাগলা থানার দত্তের বাজার গ্রামে। পরদিন দুপুরে মেয়ের শ্বশুরবাড়ির বউভাত অনুষ্ঠানে যোগ দিতে তিনি আত্মীয়দের সঙ্গে অটোরিকশায় রওনা হন। নূর মসজিদ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালু-ভর্তি ডাম্প ট্রাকের সাথে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক মুঞ্জু মিয়া ও আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। আরও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমিন আক্তার বলেন, ‘আহতদের মধ্যে দুজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। বাকি দুইজনকে উন্নত চিকিৎসার লক্ষ্যে পাঠানো হয়েছে।’

এছাড়াও গফরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত-পূর্বক আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

Related Articles

Back to top button