ম্যাচের শেষ ১৫ মিনিট মঙ্গলবার

অনলাইন ডেস্ক: ফেডারেশন কাপ ফাইনালের স্থগিত অংশের খেলা অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার, ময়মনসিংহে একই স্টেডিয়ামে। শুরু হবে বেলা সাড়ে ৩টায়।
গতকাল বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) লিগ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার ১০৫ মিনিট খেলার পর কালবৈশাখী ঝড়ে স্থগিত হয়ে যায় ম্যাচটি।
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। ম্যাচের অন্তিম সময়ে লাল কার্ড দেখেন কিংসের ফয়সাল আহমেদ ফাহিম।
দশজনের দলে পরিণত হয় বর্তমান চ্যাম্পিয়নরা। আলোর স্বল্পতার কারণে ১৫ মিনিট বাকি থাকতে ম্যাচটি থামিয়ে দেন রেফারি।
চ্যাম্পিয়ন বিমান
স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিমানবাহিনী। বুধবার শহিদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩-২ সেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে হারিয়ে শিরোপা জিতে নেয়।
স্থান নির্ধারণী খেলায় বিকেএসপি ৩-১ সেটে আনসারকে হারিয়ে তৃতীয় হয়।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বিকেএসপির রাতুল আহমেদ, সেরা অপোজিত অ্যাটাকার বিদ্যুতের সোহানুর রহমান, সেরা সেটার বিমানের নাজমুল আলী, সেরা মিডেল ব্লকার একই দলের তীর্থংকর কুমার রায় ও সেরা লিবারুর পুরস্কার জিতে নেন বিদ্যুতের রিফাত হোসেন।