দেশের ক্রিকেটের জন্য প্রয়োজনে তামিমদের কাছে যাবেন বুলবুল

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৬ অক্টোবর। নির্বাচনের আগে নানা বিতর্ক থাকলেও, সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল মনে করেন—এ ধরনের আলোচনা নির্বাচন ঘিরে সব দেশেই হয়ে থাকে।

বিসিবি সভাপতি জানিয়েছেন, নির্বাচন পুরোপুরি গঠনতন্ত্র ও বিধিমালা মেনে সম্পন্ন হয়েছে।

তবে যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন তাদের সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। এ প্রসঙ্গে বুলবুল বলেন, ‘প্রথমেই সোজাসাপ্টা একটা স্টেটমেন্ট দিতে চাই। আমরা সবাই একসাথে কাজ করতে চাই বাংলাদেশের ক্রিকেটে। কারা ক্রিকেট বোর্ডে আছে কারা ক্রিকেট বোর্ডে নেই- সমস্ত স্টেকহোল্ডারদের আমরা আহ্বান জানাবো বাংলাদেশের ক্রিকেটের কাজে কাজ করতে এবং আমাদেরকে সহায়তা করতে। এখানে হয়ত বিতর্ক নির্বাচনের আগে সব দেশে, সব জায়গায়, সব সেক্টরেই হয়।’

‘আমার জানা মতে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে গঠনতন্ত্র আছে সেটার মধ্যে থেকেছি। নির্বাচনের যে বিধিমালা ছিল তার মধ্যে ছিলাম। কিন্তু সোজা উত্তর হচ্ছে, কে বোর্ডে আছে কে বোর্ডে নেই- আমরা সবাইকে আহ্বান জানাবো আমাদের সাথে একসাথে কাজ করে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দরকার হলে আমরা তাদের কাছে যাব এবং যারা এই মুহূর্তে বোর্ডে নেই তাদেরকেও আমরা আহ্বান জানাবো আমাদের যেন এই পথচলায় সহায়তা করে।’

মোহামেডান ও আবাহনীর মতো ক্লাবের প্রতিনিধি নেই বোর্ডে। বুলবুল জানান, দেশের ক্রিকেটের জন্য প্রয়োজনে তামিমদের কাছে যাবেন তিনি, ‘যেটা আগেও বলেছি আমরাই যাব তাদের কাছে যারা আসতে পারেনি। অ্যাপ্রোচ করব কিভাবে তারা আমাদের সহায়তা করতে পারে ক্রিকেটে। বাংলাদেশ তো সবার, নির্বাচন তো ছোট্ট একটা আনুষ্ঠানিক ব্যাপার। সকলের কাছে গিয়ে একসাথে টেনে নিয়ে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।’

Related Articles

Back to top button