পলিথিনের নির্ভরতা কমাতে 

পাটের ব্যাগ-সুপারি খোলের বাটির ব্যবহারে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগ

অনলাইন ডেস্ক: ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ স্লোগানে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে শরীয়তপুরে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

গতকাল বুধবার (২৫ জুন) বেলা ১১টার দিকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও পাটের তৈরি ব্যাগ বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এই কর্মসূচিতে পলিথিনের পরিবর্তে পাট দিয়ে তৈরি বাজারের ব্যাগ ও সুপারি গাছের খোল দিয়ে তৈরি বাটি পথচারী, ক্রেতা এবং দোকানিদের বিতরণ করে তা ব্যবহারে সাধারণ মানুষের মাঝে সচেতনতা করে পরিবেশ অধিদপ্তর।

এদিকে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসলাম হোসাইন এর সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জেলাপ্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় পলিথিনের ক্ষতিকর দিক তুলে বলা হয় পলিথিন জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। এর পরিবর্তে পাটজাত ও প্রাকৃতিক পণ্যের ব্যবহার বাড়াতে হবে। প্লাস্টিকের পরিবর্তে বিভিন্ন পরিবেশ-বান্ধব উপকরণ যেমন কাপড় বা পাটের ব্যাগ, কাচ বা মাটির মগ, বাঁশ, বেত, কাগজের তৈরি ঠোঙা ব্যবহারের বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে অনুরোধ জানানো হয় উপস্থিত সবাইকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদফতরের জেলার সহকারী পরিচালক মো. রাসেল নোমান, নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন পরিবেশ বিষয়ক সংগঠন এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

Related Articles

Back to top button