দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) গণমাধ্যমকে জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) থেকে রোববার (১৯ অক্টোবরের) মধ্যে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি কোনো দীর্ঘস্থায়ী ‘বৃষ্টি বলয়’ নয়, বরং স্বল্প সময়ের জন্য তীব্র বজ্রসহ বৃষ্টির সতর্কতা। এই সময়ে মূলত দুপুরের পর থেকে রাত ৯টার ভেতরেই বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে।

বিডব্লিউওটি-এর তথ্য অনুযায়ী, এই সময়ে দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বজ্রসহ বৃষ্টির সক্রিয়তা ও সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, বিশেষ করে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায়।

সেই সঙ্গে মাঝারি বজ্রসহ বৃষ্টির মাঝারি সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ভোলা, পটুয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়। সংস্থাটি জানায়, এই বৃষ্টিপাত মূলত বিক্ষিপ্ত ও আকস্মিক হবে। এর অর্থ হলো, বৃষ্টিপাত হবে স্বল্প এলাকাজুড়ে, তবে বজ্রসহ জোরে নামতে পারে এবং এর স্থায়িত্ব কম হবে।

এর ফলে জেলার সব এলাকায় বৃষ্টি নাও হতে পারে। এছাড়াও মেঘ অনেকটা দক্ষিণ-পূর্ব থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং দিনের বেলায় মেঘের ফাঁকে ফাঁকে রোদ থাকবে, তবে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

Related Articles

Back to top button