বংশালে নারীর লাশ উদ্ধার, স্বামীর হাতুড়ির আঘাতে মৃত্যু বলছে পুলিশ

অনলাইন ডেস্ক: ঢাকার বংশাল এলাকার একটি বাসা থেকে গতকাল শুক্রবার রাতে মাকসুদা খানম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

এ ঘটনায় তাঁর স্বামী ইব্রাহীম খাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পারিবারিক কলহের জের ধরে মাকসুদাকে হাতুড়ি দিয়ে মাথায় গুরুতর জখম করে হত্যা করা হয়েছে বলে তাঁদের সন্দেহ। মাকসুদার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

বংশাল থানার ওসি আরও বলেন, তাঁরা জানতে পেরেছেন, ইব্রাহীমের সঙ্গে মাকসুদার দুই বছর আগে বিয়ে হয়। এই দম্পতির এক বছর বয়সী কন্যাসন্তান আছে। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে দাম্পত্যকলহ চলছিল। গতকাল সন্ধ্যায় দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে হাতুড়ি দিয়ে মাকসুদার মাথায় আঘাত করেন ইব্রাহীম। ঘটনাস্থলে তিনি মারা যান।

মাকসুদার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুরে। আর ইব্রাহীমের বাড়ি বংশালের নাজিরাবাজারে। ইব্রাহীম ওষুধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মাকসুদা ও ইব্রাহীম দুজনেরই আগে বিয়ে হয়েছিল।

Related Articles

Back to top button