টাইমস হায়ার এডুকেশন সাবজেক্ট র‍্যাঙ্কিং ২০২৫-এ ফের শীর্ষস্থান অর্জন করেছে বশেমুরকৃবি

অনলাইন ডেস্ক: বিশ্বখ্যাত যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‍্যাঙ্কিং ২০২৫-এ লাইফ সায়েন্স বিভাগে আবারও শীর্ষস্থান দখল করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)। বুধবার( ২২ জানুয়ারি ২০২৫)  টিএইচই’র ওয়েবসাইটে এই র‍্যাঙ্কিং প্রকাশিত হয়।

প্রকাশিত তথ্যানুযায়ী, বশেমুরকৃবি দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে লাইফ সায়েন্স বিভাগে প্রথম এবং আন্তর্জাতিকভাবে ৫০১-৬০০তম অবস্থান অর্জন করেছে। লাইফ সায়েন্স র‍্যাঙ্কিংয়ের মূল্যায়ন করা হয়েছে চারটি শাখায়—পশুচিকিৎসা বিজ্ঞান, জীববিজ্ঞান (যার মধ্যে বায়োকেমিস্ট্রি অন্তর্ভুক্ত), কৃষি ও বনবিদ্যা, এবং ক্রীড়া বিজ্ঞান।

এবারের র‍্যাঙ্কিং প্রক্রিয়ায় ৯৮টি দেশ ও অঞ্চল থেকে ১,১৪৩টি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হয়। বিশ্ববিদ্যালয়গুলোকে ৫টি প্রধান ক্ষেত্র—শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গুণগত গবেষণা, শিল্প সংশ্লিষ্টতা, এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি—এর ভিত্তিতে ১৮টি পারফরম্যান্স সূচকের মাধ্যমে মূল্যায়ন করা হয়েছে।

২০২৫ সালের র‍্যাঙ্কিং ১৫৭ মিলিয়ন সাইটেশন, ১৮ মিলিয়ন গবেষণা প্রকাশনা এবং ৯৩ হাজারের বেশি গবেষকের জরিপের প্রতিক্রিয়ার ভিত্তিতে তৈরি করা হয়েছে।

বিশ্বের সর্বোচ্চ র‍্যাঙ্কিং তালিকায় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় শিক্ষা, আইন এবং মনোবিজ্ঞানে প্রথম স্থান অধিকার করেছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এবং লাইফ সায়েন্সে শীর্ষে, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি শারীরিক বিজ্ঞানে প্রথম, এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স ও চিকিৎসা ক্ষেত্রে শীর্ষস্থান অর্জন করেছে।

বশেমুরকৃবি’র এই সাফল্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, “এই অর্জন সকলের সম্মিলিত প্রচেষ্টা ও পরিশ্রমের ফল। আমরা আশা করি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, ২০২৫ সালের টিএইচই বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়েও বশেমুরকৃবি জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছিল।

এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (জনসংযোগ শাখা) মোহাম্মদ আব্বাস উদ্দিন।

Related Articles

Back to top button