২৫ বছর পর হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ২৫ বছর পর হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত পৌনে একটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া জসিম উদ্দিন উপজেলাটির ঢেমিরছড়া এলাকার জেবর মুল্লুকের ছেলে।
চট্টগ্রাম র্যাব-৭ এর মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাঙ্গুনিয়া থানার ২০০০ সালের হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. জসিম উদ্দিন রাঙ্গুনিয়ার বেতাগী এলাকায় অবস্থান করছেন এমন খবর পাই। পরে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মজুমদার বলেন, ২০০০ সালে মীর সরদার হোসেন নামের এক ব্যক্তিকে খুনের মামলায় পলাতক আসামি হলেন জসিম উদ্দিন। র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ওই আসামিকে পরে আমাদের হাতে তুলে দেওয়া হয়। আজ বুধবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।