মোশাররফের কণ্ঠে সিনেমার গান

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এবার তিনি সিনেমার জন্য গান গাইলেন। গানের শিরোনাম ‘ভালো ভালো লাগে না’। এটি তারই অভিনীত।

‘বিলডাকিনি’ নামে একটি সিনেমায় ব্যবহৃত হবে। সিনেমাটি পরিচালনা করেছেন ফজলুল কবীর তুহিন। গানটির কথা ও সুর করেছেন অভিনেতা নিজেই। সম্প্রতি এটি প্রকাশ হয়েছে।

এ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, এটি আসলে সিনেমার জন্যই লিখেছিলাম এমন নয়। অনেক আগে থেকেই এ গানটি গাওয়া হতো। নিজের মতো করেই লিখে সুর করেছিলাম। নির্মাতা জানালেন সিনেমায় গানটি ব্যবহার করতে চান এবং আমার কণ্ঠেই রেকর্ড করতে চান। এরপর না করিনি। গেয়ে ফেললাম।

কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে বিলডাকিনি। এতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী পার্ণো মিত্র। সিনেমাটি ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটি নিশ্চিত নয়।

মোশাররফ করিম

Related Articles

Back to top button