লোভনীয় অফারে ইলেকট্রনিক পণ্য বিক্রির ধুম
অনলাইন ডেস্ক: দিন যত যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড় তত বাড়ছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। বিশেষ করে লোভনীয় অফারে বিভিন্ন ইলেকট্রনিক পণ্য বিক্রির ধুম পড়েছে মেলায়। ব্যবসায়ী ও বিক্রয়কর্মীদের যেন দম ফেলার ফুরসত নেই।
এদিন মেলা ঘিরে এশিয়ান বাইপাস, গাজীপুর বাইপাস ও তিনশ ফিট সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে মেলার দর্শনার্থীদের পাশাপাশি ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরাও। রূপগঞ্জের পূর্বাঞ্চলে বাণিজ্যমেলার ২৯তম আসর বসেছে।
এবারের মেলায় নারী ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে ইলেকট্রনিক পণ্য। মেলায় প্রবেশ করেই নারীরা ঢুকছেন ইলেকট্রনিক স্টল ও প্যাভিলিয়নে। ক্রেতাদের আকৃষ্ট করতে দেওয়া হচ্ছে লোভনীয় অফার এবং ফ্রি হোম ডেলিভারি সার্ভিস।
মেলায় যমুনা ইলেকট্রনিক, ওয়ালটন, ভিশন, কিয়াম, মিনিস্টার, ভিসতাসহ বিভিন্ন কোম্পানি স্টল দিয়েছে। মূল্যছাড়, ক্যাশব্যাক ও নানা উপহার দিয়ে ইলেকট্রনিক পণ্য বিক্রি করা হচ্ছে। বিক্রিও হচ্ছে প্রচুর। শুক্রবার কথা হয় গ্রিন ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর সঙ্গে।
তিনি বলেন, যমুনা প্যাভিলিয়ন থেকে একটি ৫৫ ইঞ্চি গুগল টিভি অর্ডার দিয়েছি। মেলা থেকে ডেলিভারি না নিয়ে নিজ এলাকার শোরুম থেকে পণ্যটি নেব।
মেলায় আসা গাজীপুরের কালীগঞ্জ এলাকার এক ক্রেতা জানান, ভালো ছাড় পেয়ে তিনি রেফ্রিজারেটর কিনেছেন। সেইসঙ্গে তাকে হোম ডেলিভারির সুবিধাও দেওয়া হয়েছে।
যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসে বিশেষ ছাড়: যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের হেড অব সেলস মো. মেজবাহ উদ্দিন আতিক বলেন, বিগত বছরের মতো এবারও ক্রেতাদের চাহিদা অনুযায়ী মেলায় আমরা উন্নতমানের পণ্যসামগ্রী নিয়ে এসেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো রাইসকুকার, রেফ্রিজারেটর, মাইক্রোওভেন, ইলেকট্রনিক ওভেন, গ্যাস বার্নার, কারিকুকার, ইনফারেন্সকুকার, রুমহিটার, ভেন্ডার, মিক্সারভেন্ডার, জুসার, টিভি ও মোটরসাইকেল।
এসব পণ্য আমরা বিশেষ ছাড়ে বিক্রি করছি। বিশেষ করে মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, এয়ারকন্ডিশন, ওয়াশিং মেশিন আমরা পণ্যভেদে ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টের অফার করেছি। মোটরসাইকেলের ক্ষেত্রে ডিসকাউন্টের অফার ২৫ শতাংশ। এই প্রথম আমরা দেশে সবচেয়ে বড় ১০০ ইঞ্চি টিভি নিয়ে এসেছি।
এছাড়া আছে হোম অ্যাপ্লায়েন্স, যমুনা ফ্যান, তাছাড়া ৫৫ ইঞ্চি, ৪৩ ইঞ্চি, ৩২ ইঞ্চি, আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত উন্নত ক্যাটাগরির টেলিভিশন এবং ২ টন, ১ দশমিক ৫ টন, ১ টনের অত্যাধুনিক ফিচার সংবলিত ইনভার্টার এয়ারকন্ডিশনার যা সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী। সেখানেও ক্ষেত্রবিশেষে ১০ থেকে ১২ শতাংশ ডিসকাউন্ট আছে। ফ্রিজের ক্ষেত্রে ডিসকাউন্ট ১০ থেকে ১৫ শতাংশ। টিভির ক্ষেত্রে ২০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস পণ্যের গুণগতমানের ব্যাপারে জিরো টলারেন্স। আমরা কোয়ালিটিকে সবসময় অগ্রাধিকার দিয়ে থাকি।
মেলা পরিদর্শনে এসে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, মূল্যছাড়ে এবং হোম ডেলিভারি সার্ভিসসহ তিনি কিছু ইলেকট্রনিক্স পণ্য কিনেছেন।
বাণিজ্যমেলা যমুনা ইলেকট্রনিক্স