অনুশীলনে ফিরছেন তাসকিনরা, পারিশ্রমিক পেলেন কি?

অনলাইন ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পিছু ছাড়েনি পারিশ্রমিক বিতর্ক। বিপিএল শুরু হওয়ার পর ১৫ দিনের বেশি পেরিয়ে গেলেও এখনো কোনো পারিশ্রমিক হাতে পাননি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। তাই চট্টগ্রামে বুধবার (১৫ জানুয়ারি) দলটির অনুশীলন সেশন বয়কট করেছেন তারা।

জানা যায়, গতকাল বুধবার সকাল ১০ টা থেকে অনুশীলন করার কথা ছিল রাজশাহীর। তবে সকাল পৌনে এগারোটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজকের অনুশীলন বাতিল করা হয়েছে।

অনুশীলন বাতিল প্রসঙ্গে রাজশাহীর ক্রিকেটাররা গণমাধ্যমকে জানান, পারিশ্রমিক ইস্যুতেই অনুশীলন বর্জন করেছেন তারা। দেশিদের পাশাপাশি দলটির কোনো বিদেশি ক্রিকেটারও পারিশ্রমিক পাননি বলেও জানান তারা।

ক্রিকেটারদের অনুশীলন বর্জনের সিদ্ধান্তের পর আজ সন্ধ্যায় জরুরি বৈঠকে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকরা। সে বৈঠকে কী আলোচনা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

তবে বুধবার রাতের মধ্যেই ক্রিকেটারদের সঙ্গে সমস্যার সমাধান হয়েছে দুর্বার রাজশাহীর। ফলে আগামীকাল ক্রিকেটাররা অনুশীলন করবে বলে জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে।

রাজশাহীর অপারেশন ইনচার্জ জায়েদ আহমেদ গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা তাদের বিশ্রাম দিয়েছি। পেমেন্টের কোন ইস্যু ছিল না। পেমেন্টের ব্যাপারে ইতোমধ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামীকাল ১৬ তারিখ বিকেল বা দুপুরের পরপর আমরা পেমেন্টগুলো দিয়ে দেব। সে অনুযায়ী আমরা ম্যানেজমেন্ট কাজ করছি এবং প্রতিটা ক্রিকেটারই জানে।’

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে রাজশাহীর। এর পরদিন সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে দলটির।

বিপিএল দুর্বার রাজশাহী

Related Articles

Back to top button