রাহুল গান্ধীকে ‘গাধা’ বললেন পরেশ রাওয়াল!

অনলাইন ডেস্ক: বলিউডের প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল। ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রতি খুব একটা বন্ধু মনোভাবাপন্ন নন এই অভিনেতা। সুযোগ পেলেই কড়া সমালোচনা করতে দেখা যায় তাকে। এমনকি গান্ধী পরিবারকেও ছাড়েন না। এবার ইঙ্গিতপূর্ণভাবে রাহুল গান্ধীকে ‘গাধা’ বললেন এই অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম আজকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছিলেন একজন নেটিজেন। কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি সেই ছবিতে দেখা যাচ্ছে একটি গাধার মুখোমুখি হাঁটু গেড়ে বসে রয়েছেন রাহুল গান্ধী।

সেই পোস্টের ক্যাপশনে দেওয়া হয়, ‘কেউ কি এই ছবি থেকে গাধাটিকে সরিয়ে দিতে পারবেন?’ পরেশের চোখে পড়ে সেই পোস্ট। এরপরেই সেই ছবি নিজ এক্স-হ্যান্ডেলে থেকে শেয়ার করেন তিনি।

ক্যাপশনে লেখেন, ‘তার মানে ছবির পুরো ফ্রেমটাই তো ফাঁকা করতে চাইছ?’ প্রবীণ অভিনেতার ইঙ্গিত স্পষ্ট। অর্থাৎ ছবিতে একটি নয়, দু’টি গাধা রয়েছে তিনি এমনটাই বলতে চাইছেন।

নেটিজেনদের কেউ হেসে গড়াগড়ি খাচ্ছে ‘বাবু ভাইয়া’র এহেন মন্তব্যে। কেউ বা পরেশকে পরামর্শ দিলেন, ‘একটু বুঝে কথা বলুন।’

২০১৪ সালে গুজরাট (পূর্ব, আহমেদাবাদ) অঞ্চল থেকে বিজেপির সাংসদ হিসাবে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি। অবশ্য ২০১৯ সালে নির্বাচনে আর দাঁড়াননি পরেশ। তবে বিজেপির প্রতি তার সমর্থন যে অটুটু তা বারেবারে প্রমাণ করেছেন তিনি।

অন্যদিকে, দু’দশকের রাজনৈতিক জীবনে বহুবারই নানান কটাক্ষ-সমালোচনার মুখোমুখি পড়তে হয়েছে সানিয়া-পুত্রকে। তবে সেসব তিনি দারুণ কৌশলে সামলেছেন অথবা এড়িয়ে গেছেন। বিশেষ বিশেষ ক্ষেত্রে পাল্টা জবাবও দিয়েছেন।

Related Articles

Back to top button