সাইনবোর্ড ঝুলিয়ে খাস পুকুর ভরাট বিএনপি নেতার

অনলাইন ডেস্ক: রাজশাহীর তানোরে সাইনবোর্ড ঝুলিয়ে স্থানীয় বিএনপির কয়েক নেতা সরকারি খাস পুকুর ভরাট করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সচেতন গ্রামবাসীর এমন অভিযোগের প্রেক্ষিতে ইউএনওর নির্দেশে এসিল্যান্ড রোববার দুপুরে পুকুর ভরাট কার্যক্রম বন্ধ করে দেন।

তবে সাবেক এক ইউপি চেয়ারম্যানের গোপন ইন্ধনে রোববার গভীর রাতেও কিছু অংশ ফের ভরাট করা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, উপজেলার বাধাইড় ইউপির হাপানিয়া গ্রামে তিন বিঘা পরিমাণের একটি পুকুর সাইন বোর্ড ঝুলিয়ে এক সপ্তাহ আগে ভরাট শুরু করেন স্থানীয় বিএনপির প্রভাবশালীরা। এ পুকুরের ৫৬ শতক সরকারি প্রপার্টি। আর বাকি অংশ ব্যক্তি মালিকানার। তবে, পাড় ভেঙে দ্বিগুণ হয়েছে পুকুরটি। কাগজে যার শ্রেণি ভিটা ও ডোবা।

এই পুকুরটি রাতারাতি ভরাট করা শুরু করেন চাঁপাইনবাবগঞ্জ সদরের গুসনা বিলবর গ্রামের বেলাল উদ্দিনের ছেলে বদর আলী, সুশান্ত, নামো শঙ্করবাটি গ্রামের নাসির ও তানোর উপজেলার খাড়িকুল্লা এলাকার মৃত ইসমাইল আলীর ছেলে বিএনপি নেতা সেলিম উদ্দিন।

তবে আড়ালে থেকে এ পুকুর ভরাটে প্রশাসন ম্যানেজ করছেন বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা কামরুজ্জামান হেনা। ইউএনও খায়রুল ইসলাম বলেন, পুকুর ভরাটের বিষয়ে অবগত হয়ে এসিল্যান্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সূত্র: দৈনিক যুগান্তর

Related Articles

Back to top button