চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফকরুলের বৈঠক, দুই দেশের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থসংশি্লষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বেলা ১১টার দিকে চীনা রাষ্ট্রদূতের বারিধারার বাসায় ঘণ্টাব্যাপী এ বৈঠক হয় বলে বিএনপি সূত্রে জানা গেছে।
বাংলাদেশে চীনা দূতাবাস তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলেছে, ‘বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিবের সঙ্গে সাক্ষাত্ করেছেন। দুই পক্ষ পরস্পরের মধ্যে পারস্পরিক স্বার্থসংশি্লষ্ট বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেছে।’
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদষ্টো কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
এর আগে গত বছরের ২১ আগস্ট চীনা রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্ করেন। ওই সময়ে অতীতের মতো বাংলাদেশ ও এর জনগণকে সমর্থন করার জন্য চীনের প্রতিশ্রুতি পুনর্বযক্ত করেন চীনা রাষ্ট্রদূত। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সহায়তার জন্য আগামী দিনে চীন বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে বলেও আশ্বাস দেন তিনি।