কুমিল্লা সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা
অনলাইন ডেস্ক: কুমিল্লা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকার সীমান্তঘেঁষা একটি পুকুর পাড়ে ওই বেড়া নির্মাণ করা হচ্ছে। গত কয়েক দিন ধরে এ কাজ চালিয়ে যাচ্ছে ভারতীয় কর্তৃপক্ষ। এতে ওই সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বিজিবি জানিয়েছে, পূর্বের চুক্তি অনুসারে এ কাজ করছে বিএসএফ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির টহল জোরদার করা হয়েছে।
সরেজমিন ঘুরে জানা গেছে, কুমিল্লার আদর্শ সদর উপজেলার শাহপুর এলাকার একটি পুকুরের এক-তৃতীয়াংশের মালিকানা ভারতের। বাকি একাংশ বাংলাদেশে পড়েছে। দীর্ঘকাল ধরে উভয় দেশের বাসিন্দারা ওই পুকুরে গোসলসহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করে আসছিল। শাহপুর এলাকায় উভয় দেশের জনসাধারণের মাঝেও সম্প্রীতি রয়েছে।
ইতোপূর্বে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ওই এলাকার সীমান্ত পিলারের অদূরে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণের ফলে বাসিন্দাদের মাঝে হট্টগোল দেখা দেয়। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কারণ না জানায় স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিএসএফের পক্ষ থেকে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ করেন এলাকাবাসী।
শাহপুর এলাকার বাসিন্দা এমরান হোসেন বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ সীমানে্তর শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। বিষয়টি নিয়ে আমরা আপত্তি করলে এলাকার লোকজনকে হুমকি-ধমকি দেয় বিএসএফ। এতে ওই এলাকায় উত্তেজনা দেখা দিলে বিজিবি সদস্যরা টহল জোরদার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একই এলাকার বাসিন্দা আব্দুল লতিফ বলেন, আমরা যতটুকু জানি সীমান্তের শূন্য রেখায় কাঁটাতারের বেড়া নির্মাণের নিয়ম নেই। তারা কীভাবে সেটা করছে তা জানি না। তাছাড়া নকশার বাইরেও কাজ করার চষ্টো করে। তাই এলাকার লোকজন বিষয়টি নিয়ে উত্তেজিত হয়েছিল। পরে বিজিবি এসে বুঝিয়ে বলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এএম জাহিদ পারভেজ যুগান্তরকে বলেন, পূর্বের চুক্তি অনুসারে বিএসএফ সীমান্তের শাহপুর এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। আমরা সার্বক্ষণিক তাদের এ কাজের দিকে নজর রাখছি। ইতোপূর্বে সেখানকার ঠিকাদারি প্রতিষ্ঠান চুক্তি লঙ্ঘন করে কিছু কাজ করার চষ্টো করলে আমরা বাধা দিয়ে তাদের কাজ বন্ধ করে দেই। পরে আমাদের কাছে ড্রয়িং ডিজাইন হস্তান্তর করে নিয়ম অনুযায়ী তারা তাদের কাজ করছে। আমরা ইঞ্চি ইঞ্চি কাজের মনিটরিং করছি।
তিনি বলেন, বিএসএফের পক্ষ থেকে আমাদের নাগরিকদের হুমকি-ধমকি দিলে আমরা তা প্রতিবাদ করব। নাগরিকদের নিরাপত্তায় আমরা সেখানে টহল জোরদার করেছি। ওই সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।