দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব

অনলাইন ডেস্ক: সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রোববারই ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল ঢাকা। এবার ভারতের পররাষ্ট্র মন্ত্রকে তলব করা হয়েছে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে। সোমবার দুপুর নাগাদ তাকে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হতে দেখা যায়। ভারত-বাংলাদেশ সীমান্তের কয়েক জায়গায় বিএসএফ উন্মুক্ত সীমানায় কাঁটা তারের বেড়া দিতে গেলে বিজিবির তরফ থেকে বাধা দেয়া হয়। এই নিয়ে সীমান্তে উত্তেজনা তৈরি হয়। দুই বাহিনীর মধ্যে কয়েকদফা আলোচনা হয়। প্রায় ৫৩৮ কিলোমিটার সীমানায় কোনও কাঁটাতার নেই।

সম্প্রতি ঢাকা দাবি করেছে, ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী কিছু অঞ্চলে বিএসএফ কাঁটাতার বসানোর কাজ শুরু করেছে। বাংলাদেশ সরকারের আরও দাবি, এর ফলে ওই অঞ্চলে ‘শান্তিভঙ্গ’ হচ্ছে, দ্বিপাক্ষিক চুক্তিও ভঙ্গ হচ্ছে এতে। মালদহের কালিয়াচকে এবং তার পরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে কাঁটাতার বসানোর সময় বিজিবির বাধা দেয়ার অভিযোগ ওঠে। রোববার বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার ব্যাপারে আমাদের মধ্যে বোঝাপড়া রয়েছে। এ ব্যাপারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবির মধ্যে যোগাযোগ রয়েছে। আমরা আশা করি, সীমান্তে অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার মাধ্যমে সেই বোঝাপড়ার বাস্তবায়ন হবে।

Related Articles

Back to top button