ঢাকার সীমান্ত সম্ভারে সোনার দোকানে চুরির ঘটনায় ৫০ ভরি সোনাসহ গ্রেপ্তার ৩
অনলাইন ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় সীমান্ত সম্ভার নামে একটি শপিং মলে সোনার গয়নার দোকানে চুরির ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল শনিবার কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার একটি সোনার গয়নার দোকান থেকে ৫০ ভরি সোনা উদ্ধার করা হয়।
আজ রোববার রাজধানীর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এসব তথ্য জানান।
নাসিরুল ইসলাম বলেন, ৩ জানুয়ারি বেলা একটার দিকে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামে ওই সোনার দোকানে শাটার কেটে ৮ মিনিটের মধ্যে ১৫৯ ভরি সোনা চুরি করে পালিয়ে যান চক্রের সদস্যরা। এ ঘটনায় দোকানের মালিক বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করেন। চুরির ঘটনার একটি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চোর চক্রের সদস্যদের শনাক্ত করা হয়।
এ চুরির সঙ্গে ৮ থেকে ৯ জন জড়িত বলে পুলিশ নিশ্চিত হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: দৈনিক প্রথম আলো