মোহামেডানের মধুর প্রতিশোধ
অনলাইন ডেস্ক: ফেডারেশন কাপে বিদায় হয়েছিল রহমতগঞ্জের কাছে হেরে। প্রিমিয়ার লিগে সেই হারের মধুর প্রতিশোধ নিল মোহামেডান। লিগে টানা সাত জয় ছিনিয়ে নিয়েছে মোহামেডান। শুক্রবার মুন্সীগঞ্জে অনুষ্ঠিত ম্যাচে পুরান ঢাকার ক্লাবটিকে ৩-১ গোলে হারিয়েছে সাদা-কালোরা।
শীর্ষ দুই দল মোহামেডান ও রহমতগঞ্জের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখার প্রত্যাশা ছিল কুমিল্লার দর্শকদের। তাদের নিরাশ হতে হয়নি। আলফাজ আহমেদের কৌশলের কাছে হার মানতে হয়েছে রহমতগঞ্জকে। প্রথমার্ধের প্রায় পুরোটা সময় মোহামেডানকে আটকে রেখেছিল রহমতগঞ্জ। প্রথমার্ধের যোগ করা সময় থেকে বাকি সময়ে ম্যাচে চারটি গোল হয়েছে।
মোহামেডানের রাজু আহমেদ, নাইজেরিয়ান এমানুয়েল সানডে এবং অধিনায়ক সোলেমান দিয়াবাতে একটি করে গোল করেন। রহমতগঞ্জের হয়ে এক গোল করেন ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটেং। প্রথমার্ধের শেষ দিকে রহমতগঞ্জ পেনালটি পায়। ব্যর্থ হন নাবিব নেওয়াজ। এই জয়ে সাত ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল মোহামেডান। ১৫ পয়েন্ট নিয়ে পরের স্থানে সমান ম্যাচ খেলা রহমতগঞ্জ।
গাজীপুরের শহিদ বরকত স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। এলিটা কিংসলে, রহমত মিয়া, সাজ্জাদ হোসেন ও সেনেগালের মিডফিল্ডার শেক সেসে ব্রাদার্সের চার গোলদাতা। ওয়ান্ডারার্সের হয়ে এক গোল করেন আবু সুফিয়ান। সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ঢাকা আবাহনীকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাদার্স। সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ওয়ান্ডারার্স।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে পুলিশকে ১-১ গোলে রুখে দিয়েছে ১০ জনের ফর্টিস এফসি। এই ড্রয়ে সাত ম্যাচে সাত পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ফর্টিস। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে পরের স্থানে পুলিশ। কিংস অ্যারেনায় পিছিয়ে পড়েও দশজনের ফকিরেরপুল ইয়ংমেন্সকে ৪-১ গোলে হারিয়েছে স্বাগতিকরা।
ম্যাচের মাত্র দুই মিনিটে কিংসের ডিফেন্ডার টুটুল হোসেন বাদশার আত্মঘাতী গোলে এগিয়ে যায় ফকিরেরপুল। ৩২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফকিরেরপুলের তিয়াস দাস। এরপর চার গোল করে কিংসকে জেতান ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ, ফয়সাল আহমেদ, রফিকুল ইসলাম ও রাকিব হোসেন। ১৩ পয়েন্ট নিয়ে চারে উঠে এলো কিংস। তিন পয়েন্ট নিয়ে নবম স্থানে ফকিরেরপুল।