বিএনপি নেতাকে পিটিয়ে দোকানের মালামাল লুট
নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলা বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর হারুন উর রশিদ সাজুকে হাত-পা বেঁধে পিটিয়ে দোকান থেকে অটোরিকশার ব্যাটারি লুটের ঘটনায় দুদিনেও মামলা হয়নি। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকালে শহরের চারমাথা এলাকায় ওয়ার্ড বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
নিশিন্দারা উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জালাল উদ্দিন বলেন, মামলা না করায় পুলিশ কোনো উদ্যোগ নিতে পারছে না।
সাজু বগুড়া শহরের নিশিন্দারা আকন্দপাড়ার জয়নাল আবেদীনের ছেলে। তিনি জেলা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক, শহর বিএনপির সহসভাপতি ও ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। সাজুর শহরের নিশিন্দারা আকন্দপাড়া এলাকায় তিনতলা বাড়ির নিচতলায় মা সাইকেল স্টোর নামে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে অটোরিকশার ব্যাটারি, বাইসাইকেলসহ বিভিন্ন পণ্যের ব্যবসা করেন। ৩-৪ জন দুর্বৃত্ত বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে পিকআপ ভ্যানে এসে দোকানের মালামাল লুটপাট করে। সাজু টের পেয়ে এলে দুর্বৃত্তরা তাকে আটক করে দোকানের ভেতরে নিয়ে এসএস পাইপ দিয়ে বেধড়ক মারধর ও কাপড় দিয়ে হাত-পা বেঁধে ফেলে।
ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকালে শহরের চারমাথা এলাকায় ১৫ ও ১৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে বক্তৃতা করেন, ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাবেক যুবদল নেতা মাসুদ রানা প্রমুখ।
বক্তারা অবিলম্বে বিএনপি নেতা সাজুকে দোকানে মারধর ও মালামাল লুটে জড়িতদের শনাক্ত করে অবিলম্বে গ্রেফতার দাবি জানান।