খাটের বক্সে তিন মেয়ে ও মেঝেতে পড়ে ছিল বাবা-মায়ের লাশ

অনলাইন ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের মিরাট জেলার একটি বাড়ি থেকে ৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে রাজ্যের পুলিশ! এর মধ্যে তিন মেয়ের লাশ ছিল খাটের বক্সের মধ্যে ও তাদের বাবা ও মায়ের লাশ চাদরে মোড়ানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল। তাদের প্রত্যেকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড ও এনডিটিভির।

নিহতরা হলেন- মিরাট জেলার লিসারি গেট থানা এলাকার ঘনবসতিপূর্ণ সুহাইল গার্ডেন পাড়ার মঈন ওরফে মঈনুদ্দিন (৫২), তার স্ত্রী আসমা (৪৫) এবং তাদের মেয়ে আফসা (৮), আজিজা (৪) এবং আদিবা (১)।

পুলিশ জানায়, বুধবার থেকে ওই পরিবারের কাউকে বাড়ি থেকে বের হতে দেখা যায়নি। বাড়িটি তালাবদ্ধ অবস্থায় ছিল। বৃহস্পতিবার ডেকে সাড়া না পেয়েই প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পড়ে পুলিশ গিয়ে দেখে- বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ। কারো কোনো সাড়া না পেয়ে পুলিশ ছাদ দিয়ে বাড়ির ভিতরে ঢোকে এবং মৃতদেহগুলি উদ্ধার করে।

গতকাল শুক্রবার মিরাটের সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট (এসএসপি) বিপিন তাদা ভারতীয় গণমাধ্যমকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃতদের সবারই মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে বলেই অনুমান করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। প্রাথমিকভাবে এটি খুন বলেই মনে হচ্ছে। পারিবারিক বা ব্যক্তিগত শত্রুতার জেরেও খুন করা হতে পারে।

Related Articles

Back to top button