পিএসসির নতুন সদস্যদের শপথ স্থগিত

অনলাইন ডেস্ক: সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নিয়োগ পাওয়া ছয় সদস্যের শপথ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সুপ্রিম কোর্টে তাদের শপথ হওয়ার কথা ছিল। পিএসসির অনুরোধে এ শপথ অনুষ্ঠান স্থগিত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

গতকাল বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “নিয়োগ পরীক্ষা সংক্রান্ত কাজের জন্যও ওই দিনের পূর্বনির্ধারিত শপথ অনুষ্ঠান স্থগিত করতে চিঠি দিয়েছিল পিএসসি। সে পরিপ্রেক্ষিতেই শপথ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।”

এর আগে বিকালে পিএসসির এক কর্মকর্তাও শপথ অনুষ্ঠান স্থগিত করতে সুপ্রিম কোর্ট প্রশাসনকে চিঠি দেওয়ার তথ্য দিয়েছিলেন।

গত ২ জানুয়ারি অধ্যাপক শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ এফ জগলুল আহমেদ, মো. মিজানুর রহমান, সাব্বির আহমেদ চৌধুরী ও অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহানকে পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের শপথ হওয়ার কথা ছিল বৃহস্পতিবার।

এর আগে দুই ধাপে পিএসসিতে আটজনকে দায়িত্ব দিয়েছিল সরকার, যারা কাজ শুরু করেছেন।

Related Articles

Back to top button