খালেদা জিয়ার চিকিৎসা শুরু

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে ভর্তি হওয়ার পর ক্লিনিকের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি ১০ এপ্রিল থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন সময় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে প্রায় ১৫ বার ভর্তি হয়েছিলেন। মেডিকেল বোর্ডের সম্মানিত চিকিৎসকরা সব সময় মাল্টিডিসিপ্ল্যানারি অ্যাডভ্যান্স সেন্টারে উনার পরবর্তী চিকিৎসার জন্য সুপারিশ করেছেন। কিন্তু উনাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে উনার বিদেশে উন্নত চিকিৎসার পথ সুগম হয়।

গতকাল বুধবার (৮ জানুয়ারি) উনি চিকিৎসা নেওয়ার জন্য সুদূর লন্ডনে এসেছেন। স্থানীয় সময় বুধবার সকালবেলায় যুক্তরাজ্য পৌঁছে তিনি অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন এবং ইতোমধ্যে তার চিকিৎসাও শুরু হয়েছে।

ভর্তির পর লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা ম্যাডামকে পরীক্ষা-নিরীক্ষা করেছেন জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ডাক্তারদের সঙ্গে অধ্যাপক প্যাট্রিক কেনেডিসহ লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকরা বৈঠক করেছেন।

উনার রোগ সম্পর্কে অর্থাৎ দীর্ঘ সাড়ে চার বছর উনি যে ধরনের রোগে আক্রান্ত ছিলেন, প্রতিটি বিষয়ে জানার চেষ্টা করেছেন এবং সে অনুযায়ী কিছু পরীক্ষা-নিরীক্ষার ব্যাপারে উনারা সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন।

বেগম জিয়াকে হাসপাতালে ভর্তি রেখে এখন যে সকল বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন, অধ্যাপক কেনেডি সেটা নিবেন এবং পরবর্তীতে বাংলাদেশ থেকে আসা খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে আবারও পরামর্শ করবেন। এরপর সে অনুযায়ী তার চিকিৎসা চলবে।

Related Articles

Back to top button