অবৈধ অস্ত্র জমা দিলে টাকা, হবে না বিচার: মেক্সিকো সরকারের ঘোষণা
অনলাইন ডেস্ক: অবৈধ আগ্নেয়াস্ত্র জমা দিতে দীর্ঘদিন ধরেই নাগরিকদের উৎসাহিত করছে মেক্সিকো। গত সোমবার (৬ জানুয়ারি) রাতে দেশটির সরকার গেজেট প্রকাশ করে ঘোষণা দিয়েছে, অস্ত্র ফেলে দেওয়া লোকদের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে।
ঘোষণা অনুযায়ী, একটি রিভলবার জমা দিলে ৮ হাজার ৭০০ পেসো (৪৩০ ডলার), একে-৪৭ রাইফেলের জন্য ২৫ হাজার পেসো (১২০০ ডলার) এবং মেশিনগানের জন্য ২৬ হাজার ৪৫০ পেসো (১ হাজার ৩০০ ডলার) পুরস্কার রয়েছে।
প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম পারডো গত মাসে নাগরিকদের ‘নিরস্ত্রীকরণকে হ্যাঁ, শান্তির জন্য হ্যাঁ’ কর্মসূচিতে অংশ নিতে উত্সাহিত করেছিলেন। সন্দেহভাজনদের আশ্বাস দেন, অস্ত্র ছেড়ে দিলে তাদের বিচার করা হবে না।
দেশটি বিলিয়ন বিলিয়ন ডলারের অবৈধ মাদক ব্যবসার সঙ্গে যুক্ত সহিংস অপরাধে জর্জরিত। জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের প্রাথমিক তথ্য অনুসারে, ২০২৩ সালে দেশটিতে ৩১,০৬২টি হত্যাকাণ্ড রেকর্ড করা হয়েছে, যার ৭০ শতাংশ আগ্নেয়াস্ত্রের কারণে ঘটেছে।
মেক্সিকো কঠোরভাবে বন্দুক বিক্রয় নিয়ন্ত্রণ করে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সীমান্ত পেরিয়ে অস্ত্র পাচার মোকাবেলা করার জন্য ওয়াশিংটনকে বারবার আহ্বান জানিয়ে আসছে দেশটি।