৪৫ বছরের ক্যারিয়ারে প্রথম পুরস্কার পেলেন ডেমি মুর

অনলাইন ডেস্ক: হলিউডের প্রথমসারির অভিনেত্রীদের অন্যতম হলেও চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে কখনো কোনো মেজর পুরস্কার জেতেননি অভিনেত্রী ডেমি মুর। অবশেষে তার সে অপেক্ষা ফুরিয়েছে।

এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে মিউজিক্যাল বা কমেডি ফিল্ম বিভাগে ‘দ্য সাবস্ট্যান্স’ সিনেমায় অসাধারণ পারফরম্যান্সের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মুর।

দীর্ঘ ক্যারিয়ারে প্রথম কোনো বড় মাপের ফিল্ম অ্যাওয়ার্ড পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী। বলেন, ‘এটা আমি একেবারেই প্রত্যাশা করিনি। আমি এখন শকড, অবাক। আমি প্রায় ৪৫ বছর ধরে করছি। আজ প্রথমবারের মতো কোনো পুরস্কার পেলাম। আমি সত্যিই অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ।’

এসময় ৬২ বছর বয়সী মুর তার ক্যারিয়ারের শুরুর দিককার একটি স্মৃতি উল্লেখ করে বলেন, একসময় তাকে ‘পপকর্ন অভিনেত্রী’ ডাকা হত। মুরের ভাষায়, ‘তখন আমি এটা নিজের মধ্যে নেগেটিভভাবে গ্রহণ করেছিলাম এবং বিশ্বাস করেছিলাম যে আমি কখনো বড় কিছু অর্জন করতে পারব না। সেই বিশ্বাস আমার মধ্যে আস্তে আস্তে ক্ষত সৃষ্টি করেছিল। এমনকি কয়েক বছর আগে আমি ভাবতে শুরু করেছিলাম হয়তো আমার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। হয়তো আমি যা করার তা করে ফেলেছি। নতুন আর কিছুই করার নেই। কিন্তু আমি ভুল ছিলাম।’

মুরের বক্তব্য শুনে আবেগাপ্লুত অনুষ্ঠানে উপস্থিত সবাই। তারা করতালি দিয়ে ডেমি মুরকে অভিনন্দন জানান।

Related Articles

Back to top button