বিশ্বকাপের প্রস্তুতি শুরুর তাড়া যুব হকি দলের

অনলাইন ডেস্ক: গত বছর ওমানে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপে খেলে যুব বিশ্বকাপের টিকিট কেটেছে লাল-সবুজের যুবারা। এখন তাদের পালা বিশ্বকাপের প্রস্তুতি শুরু করা।

আগামী ডিসেম্বরে ২৪ দল নিয়ে ভারতে হবে জুনিয়র হকি বিশ্বকাপ। এশিয়া কাপে পঞ্চম হওয়া বাংলাদেশ সেই আসরে প্রথমবার অংশ নেবে। টুর্নামেন্টে ভালো করতে খেলোয়াড়দের চাওয়া ফেডারেশন যেন প্রস্তুতিটা দ্রুত শুরু করে।

অনূর্ধ্ব ২১ হকি দলের অধিনায়ক মেহরাব হোসেন সামিন জানিয়েছেন, ‘প্রস্তুতি যত আগে শুরু হবে, ততই আমাদের জন্য ভালো। বড় দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা দরকার। এশিয়ান লেভেলের দলগুলোর সঙ্গে খেলেছি। এবার ইউরোপের দলের সঙ্গে খেলতে পারলে প্রস্তুতি ভালো হবে। অভিজ্ঞতা হবে, মানসিকতায় পরিবর্তন আসবে।’

বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের পরের লক্ষ্য জুনিয়র বিশ্বকাপে দারুণ কিছু করা। হকি ফেডারেশনও প্রস্তুত হচ্ছে। বিশ্বকাপকে সামনে রেখে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে তারা।

এ বিষয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের (বিএইচএফ) অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘পুরুষ অনূর্ধ্ব-২১ দলের ক্যাম্প নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বকাপ সামনে রেখে পাঁচ-ছয় মাসের একটা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা আছে। জুন-জুলাইয়ে শুরুর চেষ্টা থাকবে, ক্যাম্পে সব আধুনিক সুযোগ-সুবিধা রাখার ব্যাপারেও আমরা সচেষ্ট।’

এদিকে ঘরোয়া লিগ নিয়ে নিজেদের পরিকল্পনার কথাও জানান সাধারণ সম্পাদক, ‘এপ্রিল-মে মাসে ঘরোয়া লিগ চালু করার ইচ্ছা। একটা ক্লাবের বিষয়ে একটু অসুবিধা রয়েছে। কোর্টে যেহেতু মামলা আছে, সেটি পরিষ্কার না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তারা যদি মামলা তুলে নেয় তাহলে সবদিক থেকে সুবিধা হয়।’

Related Articles

Back to top button