গণঅধিকার পরিষদ নেতা ফারুকের ওপর হামলার অভিযোগে দুই শিক্ষার্থী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার অভিযোগে রাজধানী ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ।

হামলার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চিকিৎসাধীন আন্দোলনকারীরা ৬ জানুয়ারি (সোমবার) দুপুর ১২টার মধ্যে গ্রেপ্তারকৃতদের মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

গত ৫ জানুয়ারি দিবাগত রাতে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশের পর গণঅধিকার পরিষদের নেতা ফারুক হাসানের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলার অভিযোগে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় অভিযুক্ত দুই জনকে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে সেনাবাহিনীর সহায়তায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, মামলার এজাহারে নাম থাকার কারণে গ্রেপ্তারকৃতদের আইন অনুযায়ী হেফাজতে নেয়া হয়েছে। অন্যদিকে, গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে চিকিৎসাধীন আন্দোলনকারীরা প্রতিবাদ জানায় এবং তাদের দাবি না মানলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেয়।

এছাড়া, হামলার ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর বলেন, হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা উচিত ছিল।

Related Articles

Back to top button