কাতারে গিয়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রীর
অনলাইন ডেস্ক: সিরিয়ার ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন যুদ্ধবিধ্বস্ত দেশটির নতুন শাসকরা। কাতারে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর গতকাল রোববার (৫ জানুয়ারি) সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানি এ আহ্বান জানান।
আল-শিবানি সাংবাদিকদের বলেন, মার্কিন নিষেধাজ্ঞা সিরিয়ার জনগণের দ্রুত পুনরুদ্ধার ও উন্নয়নের পথে বাধা সৃষ্টি করেছে।
তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের প্রতি এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান পুনর্ব্যক্ত করছি। আসাদ সরকারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এখন সিরিয়ার জনগণের বিরুদ্ধে পরিণত হয়েছে।
৮ ডিসেম্বর সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিদ্রোহীদের হাতে ক্ষমতাচ্যুত হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় বিদেশ সফরে কাতার যান সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কাতারও সিরিয়ায় নতুন অধ্যায়ে অংশীদার হবে।
২০১১ সালে বিক্ষোভ দমনে আসাদ সরকারের সহিংস প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে দোহার সঙ্গে আসাদের সম্পর্ক তলানিতে পৌঁছায়। কাতার সিরিয়ার বিরোধীদের সমর্থন করেছিল।
কাতারের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, সিরিয়ার আল-শিবানি প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা প্রধানসহ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ আল-খুলাইফিসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।
বৈঠকের পর আল-খুলাইফি সাংবাদিকদের বলেন, আল-শিবানি সিরিয়ায় অদূর ভবিষ্যতের জন্য কাতারিদের একটি সুস্পষ্ট রোডম্যাপ এবং সিরিয়ার নতুন প্রশাসন কী পদক্ষেপ নেবে, তা উপস্থাপন করেছেন। সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো বিদেশি হস্তক্ষেপ ঠেকাতে আমরা একসঙ্গে কাজ করছি।