উপহার পাওয়া ফ্ল্যাটের বিষয়ে মিথ্যা বলেছিলেন টিউলিপ

অনলাইন ডেস্ক: উপহার পাওয়া ফ্ল্যাটের বিষয়ে মিথ্যা বলায় পদত্যাগের জন্য ক্রমাগত চাপের মুখে পড়েছেন পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং বৃটেনের লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক। এর আগে মেইল অন সানডে বারবার টিউলিপকে প্রশ্ন করেছে তিনি দুই শয়নকক্ষের ফ্ল্যাটটি উপহার পেয়েছেন কি না। এছাড়া ৭ লাখ পাউন্ড মূল্যের ফ্ল্যাটটির মালিক টিউলিপের স্বৈরশাসক খালার ঘনিষ্ঠ ডেভেলপারের মারিকানাধীন কি না সে বিষয়েও তার কাছে জানতে চায় ডেইলি সান। তবে তিনি বারবার অস্বীকার করে বলেছেন যে, এটি কোনো উপহার নয়। তার দাবি ছিল তার বাবা-মা ওই ফ্ল্যাটটি তার জন্য কিনেছিলেন। এছাড়া গণমাধ্যমটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও হুমকি দিয়েছিলেন টিউলিপ। কিন্তু এখন লেবার পার্টির একাধিক সূত্র নিশ্চিত করেছে যে- কিং ক্রসের ওই ফ্ল্যাটটি আব্দুল মোতালিফ নামের ডেভেলপারের কাছ থেকে উপহার পেয়েছেন টিউলিপ। ওই ডেভেলপার হাসিনার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগের একজন ঘনিষ্ঠ ব্যক্তি বলেও একাধিক প্রতিবেদনে উঠে এসেছে। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। সূত্র: দৈনিক মানব জমিন

Related Articles

Back to top button