ইনস্টাগ্রামের ‘স্বাস্থ্যকর’ ব্যবহার শিখেছেন এলি
অনলাইন ডেস্ক: শিশুশিল্পী হিসেবে শুরু করেছিলেন এলি ফ্যানিং। পরিবারের অনেকেই সিনেমার সঙ্গে যুক্ত থাকলে যা হয় আর কী! এরপর অনেকটা সময় পার হয়েছে। ২৬ বছর বয়সী এই অভিনেত্রী এখন বড় বাজেটের সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। এলি এখন আলোচনায় ‘আ কমপ্লিট আননোন’ দিয়ে। তবে সিনেমাটির প্রচারে অভিনয় ছাড়াও তিনি কথা বলেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিয়ে।
বব ডিলানের তরুণজীবনের গল্প নিয়ে সিনেমাটি বানিয়েছেন জেমস ম্যানগোল্ড।
গত ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়া সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এলি। অভিনেত্রী নিজের অভিনয়–দক্ষতার উন্নতির সঙ্গে সমানভাবে গুরুত্ব দেন নিজের মানসিক স্বাস্থ্য ঠিক রাখার প্রতিও।
এ জন্য নিজে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করে দিয়েছেন। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে এলি বলেন, ‘আমি এটার (সামাজিক যোগাযোগমাধ্যম) ব্যবহার যতটা সম্ভব স্বাস্থ্যকর রাখার চেষ্টা করি। আমি কেবল ইনস্টাগ্রামেই আছি। এটা যে খুব কম ব্যবহার করি তা নয়, কিন্তু এর মধ্যেও কীভাবে চাপ না নিয়ে উপভোগ করা যায় সেটা জানি।’
ইনস্টাগ্রাম ব্যবহার নিয়ে অনুসারীদের পরামর্শও দিয়েছেন এলি, ‘সবাই সুন্দর সুন্দর ছবি পোস্ট করে। আমি জানি, অনেক ছবিই অতি সম্পাদিত, কিছু কিছু ভুয়া; তারপরও মন দিয়ে দেখি। কিন্তু অনেকেই এসব দেখে “সুন্দর হওয়ার” জন্য চাপ অনুভব করে। এটা অনেক বড় সমস্যা তৈরি করে। তরুণদের মানসিক স্বাস্থ্যের জন্য এটা বড় হুমকি।’
সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘আ কমপ্লিট আননোন’-এ তাঁর চরিত্রটি বেশি পছন্দ হয়েছিল ভিন্ন একটি কারণে। এলি বলেন, ‘মনে মনে আমি পুরোনো ধাঁচের। আগের দিনের পোশাক পরতে পছন্দ করি। এই সময়ের এত জাঁকজকম ব্যাপারস্যাপারও সেভাবে টানে না। এই সিনেমা নির্মিত হয়েছে ষাটের দশকের প্রেক্ষাপটে, আমার জন্য এর চেয়ে ভালো আর কী হতে পারে!’