নেটফ্লিক্সে কী দেখছেন বাংলাদেশের দর্শকেরা
অনলাইন ডেস্ক: ট্যারন এগারটন অভিনীত থ্রিলার সিনেমা কয়েক সপ্তাহ ধরেই নেটফ্লিক্সের ইংরেজিভাষী সিনেমার টপ চার্টের শীর্ষে। অন্যদিকে মুক্তির পর রীতিমতো ঝড় তুলেছে কোরীয় সিরিজ ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় মৌসুম। প্ল্যাটফর্মটিতে কী দেখছেন বাংলাদেশি দর্শকেরা?
২০২১ সালের ‘স্কুইড গেম’ মুক্তির পর বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠেছিল। একের পর এক রেকর্ড ভেঙেছিল। তিন বছর অপেক্ষার পর সিরিজের দ্বিতীয় মৌসুম মুক্তি পেয়েছে।
গত ২৬ ডিসেম্বর ‘স্কুইড গেম ২’ মুক্তির পরপরই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। রীতিমতো ঝড় তুলেছে। নেটফ্লিক্সের বৈশ্বিক সিরিজের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ‘স্কুইড গেম ২’। বাংলাদেশের দর্শকেরাও মজেছেন এই সিরিজে।
বাংলাদেশি দর্শকেরা যেসব সিরিজ দেখছেন, সে তালিকার শীর্ষে আছে ‘স্কুইড গেম’। সিরিজটি রচনা ও পরিচালনা করেছেন হোয়াং ডং-হিউক।
প্রথম মৌসুমের মতো দ্বিতীয় মৌসুমেও মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা লি জাং জে। তিনি ছাড়াও প্রথম মৌসুমের অনেকেই রয়েছেন। পাশাপাশি আই এম সিওয়ান, কাং হা নেউল, লি জিন উক, পার্ক গিয়ু ইয়ংসহ আরও অনেককে দেখা গেছে।
সিরিজের তালিকায় কোরীয় সিরিজ শীর্ষে থাকলেও সিনেমার তালিকার শীর্ষে আছে একটি হিন্দি সিনেমা। গত বছর বলিউডে বাজিমাত করেছে হরর-কমেডি ঘরানার সিনেমাগুলো। যেগুলোর মধ্যে অন্যতম আনিস আজমির ‘ভুল ভুলাইয়া ৩’।
কার্তিক আরিয়ান, মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান, তৃপ্তি দিমরি অভিনীত সিনেমাটি গত ১ নভেম্বর দেওয়ালিতে মুক্তি পায়। এ পর্যন্ত বক্স অফিসে ৪২৩ কোটি রুপি আয় করেছে ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি। দেশি দর্শকেরাও মজেছেন এই হরর-কমেডিতে।
‘ভুল ভুলাইয়া–৩’ নিয়ে ফেসবুক পোস্টে কেন মন্তব্য করছেন বাংলাদেশিরা
বাংলাদেশ থেকে নেটফ্লিক্সে সবচেয়ে বেশি এ সিনেমাটি দেখছেন দর্শক। কিছুদিন আগেই ছবিটি প্রেক্ষাগৃহের পর ওটিটিতে মুক্তি পেয়েছে।